
বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও কাজীটুলা তাহফিজুল কোরআন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রসার শিক্ষার্থীদের সাথে খাবারের আয়োজন।
বুধবার (৩ ডিসেম্বর) বাদ যোহর সিলেট মহানগরীর ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ও সাবেক সদস্য সচিব আব্দুস সামাদ এর সার্বিক সহযোগিতায় নগরীর কাজীটুলা জঙ্গলশাহ-মঙ্গলশাহ (র:) মসজিদের ২য় তলায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি নুরুল মুমিন চৌধুরী খোকন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফছর খান, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান দিপু, সদস্য সচিব আমজাদ হোসেন আকাশ, সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, যুগ্ম আহবায়ক জাকারিয়া রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক মাছুম আহমদ চৌধুরী, যুগ্ম আহবায়ক হাছিব আহমদ, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সায়মন সিনহা, ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লিটন আহমদ, সদস্য রাজন মিয়া, সজল আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মানিক মিয়া প্রমুখ। এছাড়াও দোয়া মাহফিলে ওয়ার্ড ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জঙ্গলশাহ-মঙ্গলশাহ (র:) মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা হারুন রশীদ।