সিলেট সহ বাংলাদেশী রোগীদের উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ভারতের এসএল রাহেজা হাসপাতাল বিশ্বমানের এবং অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সাশ্রয়ী মুল্যে প্রদানের জন্য সিলেট মেডিকেয়ার ও রোগীর স্বজন এবং স্থানীয় হেলথকেয়ার ফেসিলেটর এবং স্বাস্থ্য সেবা খাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২রা নভেম্বর ২০২৫) রাতে নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিলেট মেডিকেয়ারের কো-ফাউন্ডার রেদা মঈন রেজার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এস এল রাহেজা হাসপাতালের আন্তর্জাতিক রোগী বিভাগের হেড অফ সেলস শাহবাজ আন্সারী। এসময় তিনি এসএল রাহেজা হাসপাতালের পরিচয় এবং সিলেট তথা বাংলাদেশের রোগীদের জন্য হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা করেন। বক্তব্যে তিনি জানান, এসএল রাহেজা হাসপাতাল ভারতের অন্যতম শীর্ষস্থানীয় মাল্টিস্পেশালিটি হাসপাতাল যেখানে ১৭০ শয্যা বিশিষ্ট টারশিয়ারি কেয়ার সুবিধা রয়েছে, যার মধ্যে ৩৯টি আইসিইউ, ৬টি এনআইসিইউ/পিআইসিইউ রয়েছে। ৩০০+ বিশেষজ্ঞ ডাক্তার এবং দক্ষ প্যারামেডিকদের সহায়তায় পরিচালিত হাসপাতালে নিয়মিত রোগী দেখেন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সুরেশ আদভানি।
আনসারী আরো জানান, দক্ষিণ মুম্বাই মাহিমের ব্যস্ত এলাকায় অবস্থিত, এই মাল্টিস্পেশালিটি হাসপাতালটি ডায়াবেটিস, ডায়াবেটিক ফুট সার্জারি চিকিৎসার জন্য একটি জনপ্রিয় স্বাস্থ্যসেবা কেন্দ্র যা ৪৩ বছরেরও বেশি সময় ধরে হাজার হাজার রোগীকে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা প্রদান করে আসছে।
সভায় বক্তারা বলেন, সিলেট মেডিকেয়ারের মাধ্যমে সিলেটের রোগীরা ভারত এবং অন্যান্য বিভিন্ন দেশে মেডিক্যাল ভিসা প্রসেসসহ উন্নত চিকিৎসা সেবা নিতে পারছেন। পাশাপাশি স্থানীয় ডাক্তারদের সাথে বিদেশের ডাক্তারদের মধ্যে সিএমই আয়োজন করে অবদান রাখায় সিলেট মেডিকেয়ারের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এই মতবিনিময় সভাটি বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্য সেবায় ভারতের হাসপাতালের সঙ্গে ক্রমবর্ধমান অংশীদারিত্বের আরেকটি মাইলফলক। এই অংশীদারিত্ব সিলেটের রোগীদের জন্য অধিকতর সাশ্রয়ী মুল্যে বিশেষায়িত চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াকে সহজতর করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
দেশের বাহিরে যারা উন্নত চিকিৎসা নিতে চান সিলেট মেডিকেয়ার টিমের সাথে ০১৮৯৩-৮৯১২১২ ও ০১৭১৫-০২৯০১৮ নাম্বারে এবং সরাসরি সিলেট নগরীর রংমহল টাওয়ারের ২য় তলাস্থ অফিসে যোগাযোগ করতে পারবেন।