ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রোমে পালিত হলো ‘রেমিট্যান্স যো দ্ধা দিবস’

rising sylhet
rising sylhet
আগস্ট ৩, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিং সিলেট- রোমে পালিত হলো ‘রেমিট্যান্স যো দ্ধা দিবস’। বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী নির্দেশনা অনুযায়ী ২ আগস্ট, বাংলাদেশ দূতাবাস রোমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’।

অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সরকার প্রযোজিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনীতে জুলাইয়ের গণআন্দোলনে তরুণদের অংশগ্রহণ ও রাজনৈতিক পরিবর্তনের নানা দিক তুলে ধরা হয়। এতে প্রবাসী বাংলাদেশি নাগরিক ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন। তাঁরা একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রবাসীদের অধিকার ও স্বার্থরক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা জানান।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত রকিবুল হক বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং বৈধপথে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত আরও জানান, প্রবাসে অবস্থানরত কর্মীদের নিরাপত্তা এবং দেশে ফিরে পুনর্বাসনের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তিনি প্রবাসীদের আহ্বান জানান, গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে একটি নতুন, উদার ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।