ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রোশান প্রেমিকা সাবা আজাদকে দিয়েছেন বিশেষ উপহার

rising sylhet
rising sylhet
আগস্ট ২৭, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

ads

‘গ্রিক গড’খ্যাত অভিনেতা হৃতিক রোশান প্রেমিকা সাবা আজাদকে দিয়েছেন বিশেষ উপহারস্বরূপ নিজের বিলাসবহুল ফ্ল্যাট ভাড়ায়। এনডিটিভি সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের জুহু এলাকায় সমুদ্রসংলগ্ন ফ্ল্যাটটি সাবার কাছে ভাড়া দিয়েছেন হৃতিক।

ফ্ল্যাটটি জুহু-ভারসোভা লিংক রোডের মান্নত অ্যাপার্টমেন্টে অবস্থিত। ২০২০ সালের অক্টোবরে হৃতিক এই ভবনের ১৮, ১৯ ও ২০ তলার তিনটি ফ্লোর কিনেছিলেন ৯৭.৫ কোটি রুপিতে। প্রায় ১২ হাজার বর্গফুট আয়তনের ডুপ্লেক্স ফ্ল্যাটটিই এখন সাবার ঠিকানা।

চুক্তি অনুযায়ী, সাবাকে প্রতি মাসে ৭৫ হাজার রুপি ভাড়া দিতে হবে। এক বছরের জন্য এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন তিনি। লিভ অ্যান্ড লাইসেন্স চুক্তি অনুসারে গত ৪ আগস্ট চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। এ সময় সাবা ১ লাখ ২৫ হাজার রুপি জামানত জমা দিয়েছেন বলে নথিতে উল্লেখ আছে।

হৃতিক-সাবার প্রেম নিয়ে বলিউডে গুঞ্জন শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে। তারপর থেকে বিভিন্ন অনুষ্ঠান ও ভ্রমণে একসঙ্গে দেখা যায় তাদের। ২০২৫ সালের শুরুতে দুবাইয়ে নববর্ষ উদযাপনের সময় তাদের ঘনিষ্ঠতা আলোচনায় আসে, তখনই বিয়ের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। যদিও এ বিষয়ে তারা এখনও প্রকাশ্যে কিছু বলেননি।

ব্যক্তিগত জীবনে হৃতিক এর আগে ডিজাইনার সুজান খানের সঙ্গে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এরপর একাধিক প্রেমের গুঞ্জন শোনা গেলেও, বর্তমানে সাবা আজাদকেই জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন তিনি।

গানের জগতেও তার সমান খ্যাতি রয়েছে। এর আগে তিনি অভিনেতা ইমাদ শাহের (নাসিরউদ্দিন শাহের ছেলে) সঙ্গে লিভ-টুগেদার সম্পর্কে ছিলেন।

সাবা আজাদ পেশায় একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী। ২০০৮ সালে দিল কাবাডি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর মুঝসে ফ্রেন্ডশিপ করোগে (২০১১), ফিলস লাইক ইশক (২০২১)সহ বিভিন্ন সিনেমা, শর্টফিল্ম ও থিয়েটারে অভিনয় করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।