ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর

rising sylhet
rising sylhet
আগস্ট ১৭, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রোববার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

তিনি জানান, এই সম্মেলন হবে রোহিঙ্গা জনগোষ্ঠীর আশাবাদ, প্রত্যাশা ও বাস্তবতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে টেকসই সমাধানের পথ খোঁজার সুযোগ তৈরি করাই এর উদ্দেশ্য।

সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে ২৫ আগস্ট কক্সবাজারে একটি অংশীজন সংলাপ আয়োজন করা হবে। সেখানে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনার মাধ্যমে একটি যৌথ বার্তা প্রস্তুত করা হবে, যা ৩০ সেপ্টেম্বরের আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করা হবে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, একসময় রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু থেকে সরে যাচ্ছিল। এ প্রেক্ষাপটে, গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রধান উপদেষ্টা একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানান। তার এই আহ্বানে বিশ্ব নেতৃবৃন্দ ইতিবাচক সাড়া দেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদে সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সম্মেলন আয়োজনে বর্তমানে বিশ্বের ১০৬টি দেশের সমর্থন রয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুর গুরুত্বকে আবারও সামনে নিয়ে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।