ঢাকাবৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাংকিংয়ের শীর্ষস্থান আরও মজবুত করলো

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

র‍্যাংকিংয়ের শীর্ষস্থান আরও মজবুত করলো ।

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে প্রথম দুই ম্যাচে জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। যার ফলে ফ্রান্সের সঙ্গে ব্যবধান বাড়িয়ে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান আরও মজবুত করলো লিওনেল স্কালোনির দল।

চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরকে ১-০ ও বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তাতে র‍্যাংকিংয়ে ৭.৬৮ পয়েন্ট বেড়েছে তাদের। ১৮৫১. ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে সেরা দশে ঢুকতে পারেনি নতুন কোনো দল। আগের মতোই তিনে ব্রাজিল, চারে ইংল্যান্ড, পাঁচে বেলজিয়াম, ছয়ে ক্রোয়েশিয়া ও সাতে আছে নেদারল্যান্ডস। ইতালিকে টপকে আটে উঠেছে পর্তুগাল এবং দশে স্পেন।

অন্যদিকে তাদের ঘাড়ে নিঃশ্বাসই ফেলছিল ফ্রান্স। গত জুলাইয়ে প্রকাশিত র‍্যাংকিংয়ে আর্জেন্টিনার সঙ্গে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের ব্যবধান ছিল কেবল ০.১৯ পয়েন্টের। কিন্তু এবারের ফিফা উইন্ডোতে ছন্দ হারিয়েছে তারা। ইউরো বাছাইয়ে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারালেও প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরেছে জার্মানির কাছে। যার ফলে ২.৭৮ পয়েন্ট হারিয়েছে দিদিয়ের দেশমের দল। ১৮৪০.৭৬ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের দুইয়েই আছে তারা।

চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্য একটিতে ড্র ও আরেকটিতে হেরেছে তারা। তবে র‍্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই লাল-সবুজ জার্সিধারীরা আছেন ১৮৯তম অবস্থানে।

১৭৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।