
র্রাইজিংসিলেট- ক্রিকেট মানেই চমক। কখনও ব্যাট হাতে ধ্বংসাত্মক ইনিংস, কখনও বল হাতে বিপক্ষকে ছিন্নভিন্ন করা—প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন নতুন রেকর্ড। এবার এমনই এক অবিশ্বাস্য নজির গড়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক লাফে তিনি এগিয়েছেন ৫৮৬ ধাপ! বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এটি অন্যতম বড় র্যাঙ্কিং উন্নতি বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরম্যান্সই এই অগ্রগতির মূল কারণ। প্রথম ম্যাচে বল হাতে ৩ ওভারে ২৯ রান দিলেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি—শুধু ৫ রান। তবে দ্বিতীয় ম্যাচে বদলে যান পুরোপুরি। মাত্র ১৫ রানে ৫ উইকেট হারানো দলের বিপর্যয়ের সময় ব্যাট হাতে নেতৃত্ব দেন তিনি, ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি হাফ-সেঞ্চুরি করে দলকে টেনে তোলেন। একই ম্যাচে বল হাতে তুলে নেন গুরুত্বপূর্ণ ১টি উইকেটও।
যদিও শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচটি হেরে যায় ৮ রানে, তবু ফাহিম আশরাফের অলরাউন্ড নৈপুণ্য তাকে র্যাঙ্কিংয়ে এনে দিয়েছে বিশাল পুরস্কার। এখন তিনি অলরাউন্ডার তালিকায় উঠে এসেছেন ৯০তম স্থানে।
শুধু ফাহিম নন, এই তালিকায় চোখে পড়ার মতো উন্নতি করেছেন আরও কয়েকজন। দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডে এগিয়েছেন ১২৭ ধাপ, অবস্থান এখন ৮০তম। বাংলাদেশের শেখ মেহেদী হাসানও এগিয়েছেন ১৩ ধাপ।