ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

লাইনম্যানদের লক্ষ্য করে গু লি

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ads

বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করায় ক্ষিপ্ত হয়ে লাইনম্যানদের লক্ষ্য করে গুলি চালিয়েছে এক গ্রাহকের ছেলে। এ ঘটনায় লাইনম্যান সোহাগ মিয়াকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়েছে।

 সোমবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম বলেন, নিয়ম অনুযায়ী বকেয়া বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু গ্রাহকের ছেলে আব্দুর রহিম লাইনম্যানদের হত্যার উদ্দেশ্যে গুলি চালায় এবং পরে মারধর করে আহত করে। এ ঘটনায় দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) এফ এম সাইদুর রহমান বলেন, গুলিতে কেউ আহত না হলেও মারধরের কারণে লাইনম্যান সোহাগ গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, আসামি আব্দুর রহিম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, মাধবপুর গ্রামের তাজমল হোসেন পল্লী বিদ্যুতের গ্রাহক। টানা চার মাসের বিল বকেয়া থাকার পর বারবার জানানোর পরও তিনি বিল পরিশোধ করেননি। নিয়ম অনুযায়ী লাইনম্যান সোহাগ মিয়া ও রাহুল গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাজমলের ছেলে আব্দুর রহিম ঘর থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র বের করে পরপর দুটি গুলি চালান, তবে লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তিনি লাইনম্যান সোহাগ মিয়াকে ধরে মারধর করে গুরুতর জখম করেন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।