
রাইজিংসিলেট- লাইভ সম্প্রচারে উপস্থাপিকাকে বিয়ের প্রস্তাব, ভাইরাল মুহূর্তে চমক নেটদুনিয়ায়। বিশ্ব লিজেন্ডস চ্যাম্পিয়নশিপ (WCL)-এর ফাইনাল ম্যাচের রোমাঞ্চকর সমাপ্তির পর ঘটেছে এক চমকপ্রদ ঘটনা। খেলা শেষে যখন জয়োল্লাসে মুখরিত পুরো মাঠ, তখনই লাইভ সম্প্রচারে লিগের স্বত্বাধিকারী হর্ষ তুমার উপস্থাপিকা কারিশমা কোটেককে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে সবাইকে চমকে দেন।
ঘটনাটি ঘটে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের মধ্যকার ফাইনাল ম্যাচের পর। উপস্থাপিকা কারিশমা হর্ষ তুমারকে প্রশ্ন করেছিলেন, এত বড় একটি আয়োজন সফলভাবে শেষ করার পর তিনি কীভাবে তা উদযাপন করবেন। জবাবে হর্ষ হাসতে হাসতে বলেন, “সব শেষ হলে আমি আপনাকে প্রপোজ করব!”
হঠাৎ এমন উত্তরে কিছুটা থমকে যান কারিশমা। বিস্ময়ের সুরে তার প্রতিক্রিয়া ছিল, “ওহ মাই গড!” তবে দ্রুতই নিজেকে সামলে নিয়ে তিনি আবার পেশাদার ভঙ্গিতে ফিরে আসেন।
এই অনন্য মুহূর্তটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ মজা করে লিখেছেন, “ক্রিকেট মাঠেই শুরু প্রেমের নতুন ইনিংস!” আবার অনেকে হর্ষের সাহসিকতার প্রশংসাও করেছেন।
তবে এখনও পর্যন্ত কারিশমার কাছ থেকে প্রস্তাবের কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি। হর্ষ তুমার বা কারিশমা কোটেক কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।