ঢাকাশনিবার , ১১ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির উদ্যোগে দরিদ্রদের মধ্যে মশারি বিতরণ

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১১, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে মশরি বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) লায়ন্স শিশু হাসপাতালে মশারি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির সভাপতি লায়ন সাজওয়ান আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঐহিত্যবাহী লায়ন্স ক্লাবগুলো বিশ্বব্যাপী মানবকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী লায়ন্সদের কাজ প্রশংসনীয় ও সমাদৃত হচ্ছে। এরই ধারবাহিকতায় লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটি সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। ক্লাবের পক্ষ থেকে নানা সময়ে শীতবস্ত্র বিতরণ, মশারী বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, বৃক্ষরোপন, শিক্ষাসামগ্রী বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হচ্ছে। সমাজের অসহায় মানুষের মানুষের কল্যাণে অন্যান্য সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহবান জানা বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ ফারুক এমজেএফ, পিডিজি, পিসিসি; লায়ন হাবিবুর রহমান নান্নু এমজেএফ, পিডিজি; লায়ন শাহেনা রহমান এমজেএফ, পিডিজি; লায়ন লুতফুর রহমান এমজেএফ, আইপিডিজি; লায়ন রুবি শিরীন রহমান; লায়ন ডঃ একেএম সারওয়ার জাহান জামিল এমজেএফ’ ডিজি ইলেক্ট লায়ন মোঃ ফরহাদ আলী আপন; লায়ন মোঃ আব্দুল মোমেন জীবন; সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের; সাবেক সভাপতি লায়ন কাজী আব্দুল মুকিত; লায়ন্স শিশু হাসপাতালের ম্যানেজম্যান্ট কমিটির সেক্রেটারি লায়ন মোঃ মাহবুবুল হক; ট্রেজারার লায়ন মোহাম্মদ মুহিতুর রহমান এমজেএফ এবং লায়ন্স শিশু হাসপাতালের কর্মকর্তাবৃন্দ।

৪৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।