রাইজিংসিলেট- লিওনেল মেসি গতকালই ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দেন । তার একদিনের মধ্যেই ঝড় তুললেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
তার আসার খবর শোনার পর ইনস্টাগ্রামে মায়ামির ফলোয়ার সংখ্যা ৯ লাখ থেকে হয়ে দাঁড়িয়েছে ৪.৫ মিলিয়নে। মেসির জনপ্রিয়তার কারণে টিকিটের দাম প্রায় সাড়ে ১১ গুণ বাড়িয়েছে মেজর লিগ সকারের ক্লাবটি।
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হবে মেসির। সেই ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ২৯ ডলার। কিন্তু মেসি যোগ দেওয়ার পর এখন মূল্য হয়ে দাঁড়িয়েছে ৩০০ ডলারেরও বেশি। এমনটাই জানিয়েছে অনলাইন মার্কেটপ্লেস টিকপিক। এর দাম আরও বাড়তে পারে।
৯৮ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।