ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শহীদদের কবর জিয়ারত এবং স্বাক্ষাৎ ও আর্থিক অনুদান প্রদান করেছে সিকৃবি

rising sylhet
rising sylhet
জুলাই ৯, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পক্ষ থেকে শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সাথে স্বাক্ষাৎ ও আর্থিক অনুদান প্রদান কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (০৯ জুলাই) জুলাই আন্দোলনে শহীদ মোঃ মুস্তাক আহমদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

মোঃ মুস্তাক আহমদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় এবং তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। এসময় তিনি তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করেন।

তিনি বলেন, সহিংসতা ও অস্থিরতা কখনোই কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় মতপ্রকাশ এবং দাবি আদায়ের মাধ্যমে সমাজে স্থিতিশীলতা ও সমবেদনার চর্চা আরও প্রসারিত হোক-এটাই আমাদের কাম্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় যেন সিলেটসহ সারাদেশ আবার শান্তির পথে ফিরে আসুক, সেই প্রত্যাশায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার সর্বদায় তাদের পাশে থাকবে । এসময় শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক খসরু মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।