শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের শিববাড়িস্থ জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিত এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক শারমিন জাহান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আজম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মো. ছয়েফ খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-প্রতিষ্ঠাতা সদস্য আহমদ আফজল সিরাজ, সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, বিধান রঞ্জন ধর, সিনিয়র শিক্ষিকা শিপ্রা রানী রায়, অভিভাবক সদস্য সোলেমান মিয়া, শওকত আলী, মির্জা দুলাল আহমদ প্রমুখ।