ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন শাহিন

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৪, ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ads

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বিতরণ চলছে। আজ স্বাস্থ্যবিষয়ক সমন্বয়ক সেলের প্রতিনিধি এবং শহীদ–আহত সেলের সাবেক বিভাগীয় প্রধান সমন্বয়কারী আলী আব্বাস শাহিন মনোনয়ন ফর্ম গ্রহণ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে তিনি বলেন, শাকসুর কেন্দ্রীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আজ মনোনয়নপত্র নিয়েছি। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন শিক্ষার্থীদের জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবেন, ইনশাআল্লাহ। নির্বাচিত হতে পারলে শিক্ষার্থীদের মৌলিক অধিকার, বিশেষত স্বাস্থ্য ও পরিবেশ-সংক্রান্ত বিষয়ে কাজ করতে চাই।

গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র নজরুল ইসলাম জানান, প্রথম দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ২৬টি এবং হল সংসদের জন্য ২০টি ফর্ম বিতরণ করা হয়েছে। তবে কোনো নারী শিক্ষার্থী মনোনয়নপত্র নেননি।

শাকসু ও হল সংসদের মনোনয়নপত্র বিতরণ, জমাদান ও ডোপ টেস্টের সময়সীমা বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

শুক্রবার বেলা সাড়ে ৩টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ডোপ টেস্টের সুযোগ থাকবে।

তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার ৯,১২৪ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।