
শহিদুল ইসলাম রেদুয়ান : দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশ এ প্রতিপাদ্য সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) সকাল ১১ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভায় ব্র্যাক মাইগ্রেশনের শান্তিগঞ্জ উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার স্বপ্না বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজান।
তিনি বলেন, সরকার প্রবাসীদের সুবিধার কথা চিন্তা করে ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে বিদেশ গমন ইচ্ছুকদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে প্রতিনিয়ত কাজ করছে। কিন্তু তারপরও দেশে অনিয়মিতভাবে অভিবাসনের হার কমছে না। তাই সাধারণ মানুষের মাঝে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সকলকে আরো বেশি ভূমিকা রাখতে হবে।
এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) ফাতেমাতুজ জহুরা,সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সাজ্জেদুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রবাস বন্ধু ফোরামের তথ্য ও মিডিয়া সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, প্রবাস বন্ধু ফোরামের সহ-সভাপতি ও ইউপি সদস্য মাহবুব ইসলাম, প্রবাস ফেরৎ আলী আহমদ দুলাল, আছমা বেগম, লাকী বেগম, মজুল বেগম, মমতা বেগম, প্রমুখ।