
শহিদুল ইসলাম রেদুয়ান :সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সুকান্ত সাহা কে বিদায়ী সংবর্ধনা এবং নবাগত ইউএনও মোহাম্মদ শাহজাহানকে বরণ ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে বিদায় ও বরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও শিক্ষাবিদ আশীষ চক্রবর্তী ও রুবি আক্তারের যৌথ সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও সুকান্ত সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও’র পিতা নিধির সাহা, তাঁর সহধর্মিণী পুষ্পিতা প্রামাণিক, ইউডিএফ প্রতিনিধি হোসাইন আহমদ বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, হাওর বাঁচাও শান্তিগঞ্জের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, এনজিও প্রতিনিধি সাজ্জাদুর রহমান, শিক্ষাবিদ মানিক লাল চক্রবর্তী, শিক্ষক প্রতিনিধি আবু তাহের সনি, ওয়ারিয়র্স অব জুলাইয়ের আহ্বায়ক ফয়ছল আহমদ, প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদ দুলাল সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
দায়িত্ব গ্রহণকালে নবাগত ইউএনও মোহাম্মদ শাহজাহান বলেন, শান্তিগঞ্জ উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
বিদায়ী ইউএনও সুকান্ত সাহা তাঁর বক্তব্যে বলেন, শান্তিগঞ্জ উপজেলার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। এখানকার মানুষের আন্তরিকতা ও ভালোবাসা আমি সারা জীবন মনে রাখব।
উল্লেখ্য, বিদায়ী ইউএনও সুকান্ত সাহা সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগদান করেছেন। তাঁর বিদায়ে কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।