ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শাফিন আহমেদেকে শ্রদ্ধা জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন আসিফ

rising sylhet
rising sylhet
জুলাই ২৫, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

ads

হৃদরোগ আক্রান্ত হয়ে ২০২৪ সালের ২৪ জুলাই যুক্তরাষ্ট্রে মারা যান জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদে ।

এক বছর পার হয়েছে। এ শিল্পী ‘মাইলস’ ব্যান্ডের ভোকাল ও বেজিস্ট ছিলেন।

এ সংগীতশিল্পীর মৃত্যুবার্ষিকীতে প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

পোস্টে আসিফ আকবর শিল্পী শাফিন আহমেদের প্রতি শ্রদ্ধা ও অনুরাগের কথা তুলে ধরেছেন। এতে তিনি লিখেছেন, ৯৪ সাল অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তখন কুমিল্লায় ব্যান্ড গঠন নিয়ে আমাদের উন্মাদনা ছিল। একজন ইয়াং স্যার ক্লাসেই বিরক্ত হয়ে বললেন- ব্যান্ড নিয়ে এতো ব্যস্ত। তুমি কি হামিন- শাফিন হতে পারবা! বুঝলাম স্যার নিজেও ৯০ এর মিউজিকের অনুরক্ত। স্যারকে বললাম- উনারা তো লিজেন্ড স্যার, অন্তত আসিফ তো হতে পারবো। গতবছর এই দিনে আমার কনসার্ট ছিল পর্তুগালের লিসবনে।

শাফিন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করে আসিফ লেখেন, শাফিন ভাই আমার অসম্ভব শ্রদ্ধার একজন পারফর্মার। উনার অনেক গান স্টেজে গেয়ে নিজেকে প্রস্তুত করেছি। শাফিন ভাইয়ের সাথে মোবাইল টেক্সটে কথপোকথন হতো। দেখা হয়েছে খুব কম, তিনি সবসময়ই ছিলেন স্নেহপরায়ণ।

আসিফ আরও লেখেন, উত্তাল জুলাইয়ে আমরা দেশ থেকে বিচ্ছিন্ন, ইন্টারনেট নাই। কনসার্ট শেষে ফেসবুকে দেখলাম মাইলসের শাফিন ভাই আর নেই। খুব শকড্ হয়ে একটা পার্কে গভীর রাত পর্যন্ত বসেছিলাম। পরে নিউইয়র্কের প্রমোটর আলম ভাইকে ফোন দিয়ে বিস্তারিত জানলাম।

মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে আসিফ লেখেন, তরুন মুন্সীর কথা সুরে একটা গানও প্রডিউস করেছিলাম, তিনি ভয়েসও দিয়েছেন। গানটি এখনো সেভাবেই রয়ে গেছে। শাফিন আহমেদ ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।