ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শাবনূর সম্পর্কে যা বলেন পূর্ণিমা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৭, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

শাবনূর সম্পর্কে যা বলেন পূর্ণিমা ।

নব্বই দশকের দাপুটে অভিনেত্রী শাবনূরের জন্মদিন মঙ্গলবার (১৭ ডিসেম্বর)। জীবনের ৪৫ বসন্ত পেরিয়ে আজ ৪৬ বছরে পা দিলেন তিনি। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি, যা আজও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে আছে। তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে আছেন তিনি। বর্তমানে নিয়মিত পর্দায় না থাকলেও এতটুকু জনপ্রিয়তা কমেনি তার।

ঢাকাই সিনেমার নব্বই দশকের আরেক দাপুটে নায়িকা পূর্ণিমা। বর্ণাঢ্য অভিনয় জীবনে তিনিও অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন, কুড়িয়েছেন অগণিত ভক্ত অনুরাগীর ভালোবাসা। মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর) শাবনূরের জন্মদিন। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন পূর্ণিমা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, শুভ জন্মদিন বাংলাদেশের সেরা অভিনেত্রী। আপনার অবিশ্বাস্য প্রতিভা, উৎসর্জন এবং অনুপ্রেরণাদায়ক কর্মক্ষমতা লক্ষ লক্ষ মানুষের জন্য আনন্দ ও গর্ব বয়ে নিয়ে আসছে। সুখী থাকুন এবং উজ্জ্বল থাকুন।

গেল বছর স্বামী ও কন্যাকে সঙ্গে নিয়ে অষ্টেলিয়া সফরে গিয়েছিলেন পূর্ণিমা। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেই খবর জেনেছিলেন শাবনূর। পরে পূর্ণিমাকে খুঁজে বের করে শাবনূর তার বাসায় আমন্ত্রণ জানান। এরপর পূর্ণিমা তার বাসায় যান এবং নিজের ফেসবুক পেজ থেকে শাবনূরের সঙ্গে লাইভে আসেন।

পূর্ণিমা বলেন, আমাদের দুজনের সম্পর্কটা ফুলের পাপড়ির মতো। শাবনূর আপা অভিনয়ের প্রতিষ্ঠান। আমাদের সবার অনুপ্রেরণা। যখন ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছি, নির্মাতারা শাবনূর আপার উদাহরণ দিয়ে সেভাবে কাজ চাইতেন আমাদের কাছে। কিন্তু আমরা আপার ধারেকাছেও ছিলাম না। আমি অনেকবার তাকে কপি করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। মানুষ হিসেবে তার তুলনা নেই।

অনেকের মনে ধারণা, ঢালিউডে নিজেদের রাজত্ব বহালের প্রতিযোগিতা থেকেই শাবনূর-পূর্ণিমার দ্বন্দ্ব। গুঞ্জনে জল ঢেলে দেন এই দুই তারকা। তারা জানান, সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়ো সম্পর্ক। কিন্তু মোটেও তা না।

৭৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।