
রাইজিংসিলেট- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে সচেতন ও প্রস্তুত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ শীর্ষক একটি দিকনির্দেশনামূলক সেশন।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনের গ্যালারি-১-এ এই সেশনটি আয়োজন করে ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’। আয়োজনটি সহযোগিতা করে দ্যা নোমানি চৌধুরী ট্রাস্ট। পুরো সেশনটি সঞ্চালনা করেন শিক্ষার্থী মো. ইয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম। প্রধান বক্তা হিসেবে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মুশফিক উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ফুড ইঞ্জিনিয়ারিং ও টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী এবং অধ্যাপক ড. ফজলে এলাহি মো. ফয়সাল।
সেশনে বক্তারা ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষার প্রস্তুতি এবং কর্মক্ষেত্রে সফলতা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষার্থীদের জন্য এই আয়োজনটি ছিল প্রেরণাদায়ক ও শিক্ষণীয়।
অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।