ঢাকাসোমবার , ৩০ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শাবির লাইফ সায়েন্সস অনুষদ পেলেন নতুন ডিন

rising sylhet
rising sylhet
অক্টোবর ৩০, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ সাইন্সেস অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

সোমবার সকালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।  অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন ২৮(৫) ও ২৮ (৬) ধারা অনুসারে ২৯ অক্টোবর থেকে আব্দুল্লাহ আল মামুনকে ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের দিনেই দায়িত্ব গ্রহণ করেছেন নতুন ডিন। যোগাযোগ করলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও সার্বিক উন্নয়নে, অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের সব সুযোগ-সুবিধা নিশ্চিতেও কাজ করব।’ এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।