 
শায়েস্তাগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) দিনব্যাপী এ অনুষ্ঠানের শুরুতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অদিতি রায়, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক কামাল, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মাহতাব, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার।
উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাস তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন প্রমুখ।
আলোচনা শেষে প্রতিযোগীতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে কেক কাটা হয়। সন্ধ্যায় উপজেলা মাঠে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                                                             
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                