হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পৌরশহরে দাউদনগর বাজারে মুরগের হাট এলাকায় ফায়ার সার্ভিসের ইউনিটের অবহেলায় অগ্নিকান্ডে বসত ঘর সহ ৪ টি দোকান কোটা পুড়ে ছাই হয়ে গেছে । গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় উপজেলার পৌরশহরে দাউদ নগর বাজার মুরগ হাট এলাকায় এ অগ্নিকান্ড ঘটনাটি ঘটে ।
বসত ঘর সহ ৪ দোকান পুড়ে ছাই হয়ে ৩০ লাখ টাকার ক্ষতি গ্রস্তে সর্বস্ব কেউ কেউ পথে বসার উপক্রম।
দাউদনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও পাঁচ গ্রাম ঐক্য পরিষদের সভাপতি মোঃ আতাউর রহমান মাসুক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ ফাহিম সূত্রে জানা যায় , অগ্নিকান্ড রাত অনুমান সাড়ে ১০ টায় দিকে অতিরিক্ত কুয়াশা ও ঠান্ডা সময় মোঃ মকসুদ আলী বসত ঘর বা ল্যাপের দোকান ঘর থেকে আগুনের সূত্র পাত হয় । মুহুর্তে শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাব এর সভাপতি সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর এর ছোট ভাই সৈয়দ কামাল উদ্দিন মানিকের মালিকখানা ভাড়া টিয়া সেলুন ভেতর আগুনের আস ছড়িয়ে পড়ে । এ আগুনের দৃশ্য দেখে স্থানীয় লোকজন ও বাজারের দোকান ব্যবসায়ীরা দৌড়ে এসে বাজারের টিউবওয়েল থেকে পানি নিয়ে কিছু আগুন নিয়ন্ত্রণ করে ।
বাজার কমিটি সেক্রেটারী , সাবেক জনপ্রতিনিধি সহ ব্যবসায়ীরা ফায়ার সার্ভিস ও থানায় ফোন দিলে ৫ মিনিটের ভেতর থানার পুলিশ এসে শান্তি শৃঙ্খলা রক্ষা করে এবং ফায়ার সার্ভিসের লোকজন সোয়া ১১ টা দিকে এসে আগুন নিয়ন্ত্রণ করার জন্য টাংকিতে পানি নেই । পরে পৌনে ১২ টা দিকে রেলের দিঘি থেকে টাংকিতে পানি নিয়ে আসতেই বসত ঘর ও দোকান ঘরের টিন পুড়ে ছাই হয়ে যায় । ততক্ষণে আগুনে বসত ঘরের মালামাল ও প্রতিটি দোকানের মালামাল সহ টাকা পয়সা পুড়ে ছাই হয়ে যায় । পুড়া মালামাল গুলো লোকজন বাহিরে এনে রাখা হয় । আগুনে পুড়ে যাওয়া দোকান গুলো মালিক হচ্ছে সৈয়দ কামাল উদ্দিন মানিক ও মোঃ মকসুদ আলী । এদিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ভাড়া টিয়া দোকানদারা সর্বস্ব হারিয়ে কেউ কেউ বসার উপক্রম হয়েছে । তবে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের সরকারি ভাবে আর্থিক সহায়তা করলে খুবই উপকার হবে ।