ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ধ র্ষ ণ বি রো ধী মশাল মিছিল

rising sylhet
rising sylhet
জুন ২৪, ২০২৫ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদে মুখর পুরো ক্যাম্পাস

অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

গতরাতের এই প্রতিবাদে শিক্ষার্থীরা বলছেন— নিরাপত্তা চাই, বিচার চাই!
বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বৈঠকে আজ সিদ্ধান্তের সম্ভাবনা।

সমাবেশে শিক্ষার্থীরা স্লোগান দেন—
“ধর্ষকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন!”,
“ছাত্রত্ব বাতিল চাই!”,
“আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই!”,
“হ্যাং দ্য রেপিস্ট!”
এই স্লোগানগুলোতে স্পষ্ট হয় শিক্ষার্থীদের ক্ষোভ ও প্রতিবাদ।

জানা গেছে, গত ২ মে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী তার মেসে দুই সহপাঠীর দ্বারা ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন। অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং বর্তমানে তারা রিমান্ডে রয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, শুধুমাত্র আইনি শাস্তিই নয়, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। অপরাধীদের স্থায়ীভাবে বহিষ্কার না করলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।

সমাবেশ শেষে প্রতীকীভাবে অভিযুক্তদের ছবি আগুনে পুড়িয়ে শিক্ষার্থীরা শাস্তির দাবিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।