ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এমএসসি ডাটা সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত!

rising sylhet
rising sylhet
আগস্ট ৩০, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এমএসসি ডাটা সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত! শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো এমএসসি ডাটা সায়েন্স কোর্সের (প্রফেশনাল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯:৩০ টায় সি বিল্ডিংয়ের ৩১২ এবং ৩১৮ নম্বর রুমে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় ৮০ মার্কের লিখিত পরীক্ষা নেওয়া হয়। বাকি ২০ মার্কের মধ্যে ১০ মার্ক ভাইভা এবং ১০ মার্ক সিজিপিএ’র ওপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এ বছর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ প্রথমবারের মতো এই প্রফেশনাল মাস্টার্স কোর্সটি চালু করেছে, যাতে সহযোগিতা করেছে গণিত বিভাগ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। কোর্সটি এক বছরের মেয়াদী, যা দুটি সেমিস্টারে অনুষ্ঠিত হবে। প্রতিটি সেমিস্টারের মেয়াদ ৬ মাস এবং কোর্সের অধীনে মোট আসন সংখ্যা রয়েছে ৪০টি। ভর্তি প্রক্রিয়ায় ৪০ ক্রেডিট সম্পন্ন করতে হবে।

এদিকে, ভর্তি কমিটির সূত্রে জানা গেছে, আবেদনকারীদের জন্য কিছু শর্ত রয়েছে। আবেদনকারীদের অবশ্যই ৪ বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি (বা সমমান) থাকতে হবে, এবং সিজিপিএ ৪ এর মধ্যে ন্যূনতম ৩ অথবা সমমান ২য় শ্রেণি হতে হবে। এছাড়া, আবেদনকারীকে এসএসসি ও এইচএসসি উভয় স্তরে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।

পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন জানান, “ভর্তি পরীক্ষায় ৮৭ শতাংশ প্রার্থী উপস্থিত ছিলেন। লিখিত পরীক্ষার ফলাফল ১ সেপ্টেম্বর প্রকাশিত হবে এবং উত্তীর্ণ প্রার্থীরা ২ সেপ্টেম্বর ভাইভা পরীক্ষা দেবেন। ৩ সেপ্টেম্বর মেধাতালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ৪ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ক্লাস শুরু হবে ১৪ সেপ্টেম্বর।”

এদিকে, শিক্ষার্থীরা ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হলে, তারা শাবিপ্রবির নতুন ডাটা সায়েন্স কোর্সে শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত হবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।