
রাইজিংসিলেট- শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এমএসসি ডাটা সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত! শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো এমএসসি ডাটা সায়েন্স কোর্সের (প্রফেশনাল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯:৩০ টায় সি বিল্ডিংয়ের ৩১২ এবং ৩১৮ নম্বর রুমে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় ৮০ মার্কের লিখিত পরীক্ষা নেওয়া হয়। বাকি ২০ মার্কের মধ্যে ১০ মার্ক ভাইভা এবং ১০ মার্ক সিজিপিএ’র ওপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এ বছর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ প্রথমবারের মতো এই প্রফেশনাল মাস্টার্স কোর্সটি চালু করেছে, যাতে সহযোগিতা করেছে গণিত বিভাগ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। কোর্সটি এক বছরের মেয়াদী, যা দুটি সেমিস্টারে অনুষ্ঠিত হবে। প্রতিটি সেমিস্টারের মেয়াদ ৬ মাস এবং কোর্সের অধীনে মোট আসন সংখ্যা রয়েছে ৪০টি। ভর্তি প্রক্রিয়ায় ৪০ ক্রেডিট সম্পন্ন করতে হবে।
এদিকে, ভর্তি কমিটির সূত্রে জানা গেছে, আবেদনকারীদের জন্য কিছু শর্ত রয়েছে। আবেদনকারীদের অবশ্যই ৪ বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি (বা সমমান) থাকতে হবে, এবং সিজিপিএ ৪ এর মধ্যে ন্যূনতম ৩ অথবা সমমান ২য় শ্রেণি হতে হবে। এছাড়া, আবেদনকারীকে এসএসসি ও এইচএসসি উভয় স্তরে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।
পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন জানান, “ভর্তি পরীক্ষায় ৮৭ শতাংশ প্রার্থী উপস্থিত ছিলেন। লিখিত পরীক্ষার ফলাফল ১ সেপ্টেম্বর প্রকাশিত হবে এবং উত্তীর্ণ প্রার্থীরা ২ সেপ্টেম্বর ভাইভা পরীক্ষা দেবেন। ৩ সেপ্টেম্বর মেধাতালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ৪ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ক্লাস শুরু হবে ১৪ সেপ্টেম্বর।”
এদিকে, শিক্ষার্থীরা ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হলে, তারা শাবিপ্রবির নতুন ডাটা সায়েন্স কোর্সে শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত হবেন।