ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল (রহ.) দরগাহ থেকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৬, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেটে হযরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গন থেকে একটি জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শুরু হওয়া এ জুলুসটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মইয়ারচরের মাদরাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

গাউসিয়া কমিটি বাংলাদেশ, সিলেট জেলা শাখার আয়োজনে প্রতিবছরের মতো এবারও এ ধর্মীয় আয়োজনটি সম্পন্ন হয়।

জুলুস শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি সিলেট জেলার সভাপতি মিসবাহ উদ্দিন চৌধুরী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন আল ক্বাদেরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা মো. ইলিয়াছ আলী মেম্বার, খাদিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি কছির উদ্দিন, মাওলানা আহমদ আলী হেলালী, গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ গিয়াস উদ্দিন, মহানগর সভাপতি এস.এ.এম শহিদুল ইসলাম সেলিম এবং ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।