
রাইজিংসিলেট- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেটে হযরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গন থেকে একটি জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শুরু হওয়া এ জুলুসটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মইয়ারচরের মাদরাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
গাউসিয়া কমিটি বাংলাদেশ, সিলেট জেলা শাখার আয়োজনে প্রতিবছরের মতো এবারও এ ধর্মীয় আয়োজনটি সম্পন্ন হয়।
জুলুস শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি সিলেট জেলার সভাপতি মিসবাহ উদ্দিন চৌধুরী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন আল ক্বাদেরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা মো. ইলিয়াছ আলী মেম্বার, খাদিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি কছির উদ্দিন, মাওলানা আহমদ আলী হেলালী, গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ গিয়াস উদ্দিন, মহানগর সভাপতি এস.এ.এম শহিদুল ইসলাম সেলিম এবং ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী প্রমুখ।