
সিলেটের শাহপরাণে ‘ফাহিম’ হত্যা মামলার প্রধান আসামিকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
গ্রেফতারকৃত ব্যক্তি আলম খান (৩২)। তিনি সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুরচর শান্তিবাগ এলাকার মৃত জাফর আলী খানের ছেলে।
বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানাধীন লোকরা ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে শাহপরান (রহ.) থানার এফআইআর নং-২০, তারিখ- ১৪/১১/২০২৫ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে সিলেটের শাহপরাণ (রহঃ) থানার মো. ফাহিম হত্যা মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণ উল্লেখ করে র্যাব জানায়, ফাহিম সিলেট জেলার শাহপরাণ (রহঃ) থানাধীন ছড়ারপাড় এলাকার বাসিন্দা মো. হারুন রশিদের ছেলে। পূর্ব শত্রুতার জেরে ঘটনার দিন গত ১০ নভেম্বর (সোমবার) আনুমানিক বিকাল ৫টার দিকে ১নং বিবাদীর নেতৃত্বে অন্যান্য বিবাদীগণ তাদের হাতে থাকা ধারালো দা, রামদা, চাইনিজ কুড়াল, ডেগার, জিআই পাইপ, লোহার রড নিয়ে বে-আইনী জনতায় মিলিত হয়ে ভিকটিমের পথরোধ করে। তখন ভিকটিম কোনকিছু বুঝে উঠার আগেই ১নং বিবাদীর নির্দেশে অন্যান্য বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমের উপর আক্রমণ করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ১নং বিবাদী তার হাতে থাকা লম্বা ছুরি দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করতে গেলে ভিকটিম বাম হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করে। এতে ভিকটিমের বাম হাতের কব্জির রগ কেটে গভীর রক্তাক্ত জখম হয়। এ সময় অন্যান্য বিবাদীগণ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমের মাথায় ও বুকে আঘাত করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে তলপেটে ও বুকের বাম পাশে আঘাত করে রক্তাক্ত জখম করে। অতঃপর আশপাশের লোকজন ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে চিকিৎসা শেষে গত ১১ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে ভিকটিমকে নিয়ে সিলেট আসার পথে রাত ৩টার দিকে ভিকটিম মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সিলেটের শাহপরাণ (রহ.) থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেট এবং সিপিসি-৩, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুমানিক রাত ২টার দিকে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানাধীন লোকরা ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে শাহপরান (রহ.) থানার এফআইআর নং-২০, তারিখ- ১৪/১১/২০২৫ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে সিলেটের শাহপরাণ (রহঃ) থানার মো. ফাহিম হত্যা মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে এসএমপি, সিলেট এর শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।