
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেনকে বদলি করেছে পুলিশ প্রশাসন। তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি সম্প্রতি সিআইডি ঢাকা থেকে বদলি হয়ে এসএমপিতে যোগদান করেন।
বুধবার এসএমপির জারি করা এক দপ্তর আদেশে জানানো হয়—বদলিটি জনস্বার্থে এবং তা অবিলম্বে কার্যকর করা হয়েছে।
স্থানীয় বেশ কয়েকটি সূত্রের দাবি, তৎকালীন ওসি মনির হোসেনের বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতি, মামলার আসামি গ্রেপ্তারে উদাসীনতা, চোরাচালান ও মাদককারবার নিয়ন্ত্রণে অনীহাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল। এসব বিষয় পর্যালোচনা করেই তাকে বদলির সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এসএমপি অভিযোগগুলো নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
বদলি হওয়া ওসি মনির হোসেনকে সদর ও প্রশাসন বিভাগের অধীনে অপরাধ শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে যুক্ত করা হয়েছে। এদিকে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।