ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শাহপরাণ থানার ওসি মনির বদলি, দায়িত্বে আসছেন মাইনুল জাকির

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৭, ২০২৫ ৩:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ads

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেনকে বদলি করেছে পুলিশ প্রশাসন। তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি সম্প্রতি সিআইডি ঢাকা থেকে বদলি হয়ে এসএমপিতে যোগদান করেন।

বুধবার এসএমপির জারি করা এক দপ্তর আদেশে জানানো হয়—বদলিটি জনস্বার্থে এবং তা অবিলম্বে কার্যকর করা হয়েছে।

স্থানীয় বেশ কয়েকটি সূত্রের দাবি, তৎকালীন ওসি মনির হোসেনের বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতি, মামলার আসামি গ্রেপ্তারে উদাসীনতা, চোরাচালান ও মাদককারবার নিয়ন্ত্রণে অনীহাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল। এসব বিষয় পর্যালোচনা করেই তাকে বদলির সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এসএমপি অভিযোগগুলো নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

বদলি হওয়া ওসি মনির হোসেনকে সদর ও প্রশাসন বিভাগের অধীনে অপরাধ শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে যুক্ত করা হয়েছে। এদিকে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।