ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শাহপরান থানার রুস্তুমপুরে মতবিনিময় সভা

rising sylhet
rising sylhet
নভেম্বর ১০, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

ads

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে একদল পালিয়ে গেছে। তাদেরকে আমরাই এই সুযোগ দিয়েছিলাম। কারণ আমরা তখন প্রতিবাদ করতে পারিনি। এখন যদি আবারো অযোগ্য কাউকে ভোট দেই, তাহলে আগের পুনরাবৃত্তি যে হবেনা এর গ্যারান্টি নাই। মানুষ পরিবর্তন চায়। আর জামায়াত রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায়। এজন্য আমাদের স্লোগান ‘আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই।

তিনি বলেন, জামায়াত দেশের প্রত্যেকটি আসনে সৎ এবং যোগ্য লোককে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। সকলেই দেশের জন্য কাজ করেছেন এবং আগামীতে গোটা জাতিকে নিয়ে কাজ করতে চান। আপনারা জামায়াতে ইসলামীকে ভোট দিলে দেশে আর এরকম অশান্তি আর দুর্নীতি দেখতে পাবেন না। ইনশাআল্লাহ দেশের চিত্র বদলে যাবে।

তিনি রোববার রাতে শাহপরান (র.) থানা পূর্বের খাদিমপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামে গ্রাম-মহল্লা কমিটি গঠন ও এলাকাবাসীর সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

রুস্তুমপুরের বিশিষ্ট মুরব্বী আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- শাহপরান (র.) পূর্ব থানা আমীর শামীম আহমদ, জামায়াত নেতা শহিদুল ইসলাম, সিপার আহমদ, কামরান আহমদ শুভ, মাওলানা আলতাফ হোসেন, আব্দুল ওয়াদুদ, মাওলানা সাইদুর রহমান ও আব্দুস শাকুর, আমিনুর রহমান প্রমুখ।

এদিকে রোববার রাতে পৃথক সময়ে সিলেট নগরীর ৩৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে মেজরটিলার উত্তর মোহাম্মদপুর এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্বাচন পরিচালনার জন্য পাড়া ও মহল্লা কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে এলাকার বেশ কয়েকজন ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।