ঢাকারবিবার , ২৬ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকদের মানববন্ধন

rising sylhet
rising sylhet
মে ২৬, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

ads

শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে।

রবিবার (২৬ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শাবি শিক্ষক সমিতি কর্মসূচির আয়োজন করেন। এতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আলমগীর কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।

তিনি বলেন, এই মানববন্ধন শিক্ষক ফেডারেশনের দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ। আমরা বাড়তি কিছু চাচ্ছিনা, যেটা আছে সেটা বহাল রাখার দাবি জানিয়েছি। শিক্ষকরা যেটা পাচ্ছিলেন সেটা থেকে বঞ্চিত করার অর্থ, আপনি এটা ডিজার্ভ করেননা । ৯৫ শতাংশের বেশি শিক্ষক এই দাবির সাথে একাত্মতা পোশন করেছে, দেশব্যাপী শিক্ষকরা আন্দোলন করেছে, তার পরেও এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছেনা।

এসময় তিনি এই প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়  শিক্ষকদের প্রতিশ্রুত সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবি জানান।

সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসি কুমার দাশ বলেন,  সর্বজনীন পেনশন স্কিম বিষয়টা বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষার জন্য ভয়াবহ। উচ্চশিক্ষাকে টার্গেট করে নানা ধরনের স্কিম নেওয়া হচ্ছে, এটা কার্যকর হলে বাংলাদেশের শিক্ষার উপর ভয়ানক প্রভাব ফেলবে। এই সংকট সমাধানে শিক্ষক ফেডারেশনকে সরকারের সাথে বসার আহ্বান জানায়।

মানববন্ধনের শেষে শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন মানববন্ধনে অংশ নেওয়া সকলকে ধন্যবাদ  জানান। পাশাপাশি মঙ্গলবারের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমেদ বলেন, অামরা অাজ এখানে নতুন দাবি নিয়ে দাঁড়ায়নি, শিক্ষক হিসেবে আমরা যে সুবিধা পেয়ে আসছিলাম আমাদের সেই অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে দাঁড়িয়েছি । দেশব্যাপী শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছে তবে এবিষয়ে কেউ কর্ণপাত করছেনা। আমরা এমন কিছু করতে চাইনা যাতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হয়। অামরা চাই,  অাগামী মঙ্গলবার আরেকটি কর্মসূচি আছে তার আগে সমস্যার সমাধান হোক। এই সমাধানটা খুব সহজ যেটা আছে সেটা চলমান থাক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।