
শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ মামলা করে।
মামলার বাদী হয়েছেন চবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবদুর রহিম। এতে ৯৮ জনের নাম উল্লেখ করে অন্তত ৮০০ থেকে ১ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম। এছাড়া চবির নিরাপত্তা দপ্তরের দেশীয় অস্ত্র লুটের ঘটনায় একটি জিডি করা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় একটি মামলা ও একটি জিডি করা হয়েছে। আর আমরা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে যা করার সব করছি।
শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ জানিয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, তাদের অনুরোধ করব তারা যেন দ্রুত ক্লাস-পরীক্ষায় ফেরে। পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
গত ৩০ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট সংলগ্ন একটি ভবনের ভাড়াটিয়া এক ছাত্রীর সঙ্গে ভবনের নিরাপত্তারক্ষীর বাগবিতণ্ডার জেরে মধ্যরাতে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সূত্রপাত হয়। রাতে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ পরদিন রোববারও চলে দফায় দফায়। এতে শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্য, উপ–উপাচার্যসহ কয়েকশ ব্যক্তি আহত হয়। এ ঘটনায় ২১ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মামলার বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাউসার মোহাম্মদ হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।