ঢাকামঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে গভীর রাতে খেলতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ১ জনকে ঢাকায় প্রেরণ

rising sylhet
rising sylhet
এপ্রিল ২, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শিবগঞ্জে গভীর রাতে খেলতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ৩ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তবে সোমবার রাতেই একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
 

গত বুধবার (২৭ মার্চ) রাত ১১টায় শিবগঞ্জ ছকার ইনডোরের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শিবগঞ্জের আহাদ আলীর পুত্র মো. রাহিম আহমদ (১৮), জালালাবাদ থানাধীন হাটখোলার চাঁন মিয়ার ছেলে শমসের (৩২), লালাবাজারের আকিদ মিয়ার ছেলে ফাহিম আহমদ (১৯)।
 
এদের মধ্যে রাহীম আহমদের অবস্থা গুরুতর হওয়ায় তাক সোমবার রাতে ঢাকাস্থ ন্যাশনাল স্পেশালিষ্ট হসপিটালে প্রেরণ করা হয়েছে।

রাহীম আহমদের মামা শফিউল হক সিতু বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানাান, রাতে শিবগঞ্জের ইনডোরে খেলতে যান এই ৩ জন। হঠাৎ করে একদল দুর্বিত্ত তাদের ধাওয়া দিলে তারা গেইটের সামন দিয়ে দৌঁড়ে পালানোর সময় ওই তিনজনকে অতর্কিতভাবে ছুরিকাঘাত করে দুবৃত্তর। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
 

আহতদের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।

 

এ বিষয়ে ঘটনায় এসএমপির শাহপরাণ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এস আই মিজানুর রহমান।

১৫৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।