মাদারীপুর জেলার শিবচরে ফ্লাট বাসা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীসহ ৩ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশ জানায়, জেলার কালকিনি উপজেলার রিয়াদ বেপারী, তার স্ত্রী মনিকা আক্তার(১৮) ও তাদের এক আত্মীয় চলতি মাসের এক তারিখে শিবচর পৌরসভার গুয়াতলা গ্রামের পশু হাসপাতাল সংলগ্ন লাবলু মুন্সির বাড়ির নিচতলার একটি ফ্লাট ভাড়া নিয়ে বসবাস করছিল। শুক্রবার সকালে স্ত্রীকে বাসায় রেখে রিয়াদ ও তার আত্মীয় বাজারে নাস্তা করতে বের হয়। তারা মনিকার জন্য নাস্তা নিয়ে বাসায় এসে দেখে ভিতর থেকে রুমের দরজা বন্ধ। পরে ডাকাডাকি করেও মনিকার কোন সাড়া শব্দ না পেয়ে তারা বাড়ির মালিক লাবলু মুন্সিকে বিষয়টি জানালে লাবলু মুন্সি শিবচর থানায় ফোন করে। পরে শিবচর থানার ওসি মোঃ রতন শেখ’সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে দরজা ভেঙ্গে মনিকার লাশটি উদ্ধার করে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামী রিয়াদ, ও তার দুই আত্মীয়কে নিজেদের হেফাজতে নিয়েছে।
নিহত মনিকা কালকিনির মোঃ কাসেম মিয়ার মেয়ে।
রিয়াদ ও মনিকা প্রায় সাত মাস আগে একটি কয়েল কারখানায় কাজ করার সময় প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
শিবচর থানার ওসি বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছি। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীসহ তিন জনকে হেফাজতে নেয়া হয়েছে।