ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শিশুদের সুপ্রজন্ম হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি : অ্যাড. এমরান চৌধুরী

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৯, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের কারিগর। তাই তাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর এর জন্যও আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় প্রয়োজন। বর্তমান শিশুদের সুপ্রজন্ম ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিশেষ পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকার উত্তর রায়গড়স্থ ‘আদর্র্শ শিশু বিদ্যানিকেতনে’ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির পিন্সিপাল সেবক তালুকদার।

ঢাকাদক্ষিণ সরকারি কলেজের সাবেক ভিপি কামরান উদ্দিন বাদলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক এম এ ছায়াদ, কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র সভাপতি আজমল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ও অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম।

এছাড়া ‘আদর্র্শ শিশু বিদ্যানিকেন’র সকল শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার রাতে গোলাপগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও এমরান আহমদ চৌধুরীর সমর্থনে উঠানবৈঠক অনুষ্ঠিত হয়।
রাত ৮টায় সদর ইউনিয়নের শেরপুর বড়বাড়ির বাংলো মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী।

সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামাল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সহ-সভাপতি নজরুল ইসলাম এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ।

আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এম এ কাদির, লুৎফর রহমান, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মো. শাহ আলম ও ছালিক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাছির আহমদ আবেদ, স্বেচ্ছাসেবক দলনেতা রাসেল আহমদ, যুগ্ম-আহবায়ক সাঈদ আহমদ জামিল, উপজেলা যুবদল নেতা সাকিল আহমদ চৌধুরী, শিমুল আহমদ, রিজু আহমদ, কাইয়ুম আহমদ, রব্বানী আহমদ, দোলব হোসেন, সাব্বির আহমদ, মাছুম আহমদ, আশরাফ আহমদ, শামীম আহমদ, সুহেব আহমদ, মনসুর আহমদ, আলাল আহমদ, সিলেট ল’ কলেজ ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রাসেল আহমদ, ছাত্রদল নেতা তানভীর আহমদ, ফুলবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিজান আহমদ, যুবদল নেতা ছাদ উদ্দিন ও রনি আহমদ প্রমুখ।

আলোচনা শেষে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ এবং তারেক রহমানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন- দলের কান্ডারি জনাব তারেক রহমানের বক্তব্য হচ্ছে, ব্যক্তি নয়; ধানের শীষ প্রতীক দেখে সবাইকে কাজ করতে হবে। আমরাও বিশ্বাস করি- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিএনপির পতাকাতলে সবাই ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষের বিজয় হবেই হবে ইনশা আল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।