ঢাকাশুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শিশুরা না বুঝে এটি বেশি করে থাকে

rising sylhet
rising sylhet
জানুয়ারি ৩, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

ছোট-বড় অনেকের মধ্যেই আছে দাঁত দিয়ে নখ কাটার এই বাজে অভ্যাস। তবে শিশুরা না বুঝে এটি বেশি করে থাকে।

সবসময়ে মুখে হাত দিয়ে থাকলে নখে জমে থাকা ময়লা, জীবাণু পেটে চলে গিয়ে শরীর খারাপ হতে পারে।এই বদভ্যাস একবার তৈরি হলে তা ছাড়ানো খুব মুশকিল।

তাই যদি দেখেন শিশুকে কিছুতেই এই অভ্যাস ছাড়াতে পারছেন না, তাহলে কয়েকটি কাজ করে দেখতে পারেন।

 

শিশুরা না বুঝে এটি বেশি করে থাকে।

শিশু যখনই মুখে হাত দেবে তখনই অন্য কোনও কাজে তাকে ব্যস্ত রাখুন। খেলাধূলা করার, বই পড়তে দিন, ঘরের ছোট ছোট কাজ করতে বলুন। সম্ভব হলে গাছের পরিচর্যা শিখিয়ে দিন। সেই কাজে ব্যস্ত থাকলে আর মুখে হাত দেবে না।

শিশু যদি অভ্যাস একেবারেই ছাড়তে না পারে, তা হলে হাতের নখে তেতো কিছু লাগিয়ে দিন। যেমন নিম পাতা বাটা দুই হাতের নখে লাগিয়ে দিলে কাজ হতে পারে।

শিশুকে বোঝান দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস মোটেই ভালো নয়। স্বাস্থ্যের কী কী ক্ষতি হতে পারে সহজ করে বুঝিয়ে দিন। নখ কাটলে কী কী তার পেটে যাচ্ছে, তা-ও বোঝান।

যদি দেখেন দাঁত দিয়ে নখ কাটার পাশাপাশি শিশু সবসময়েই বিমর্ষ থাকছে, খেলাধূলা করছে না, একা থাকা পছন্দ করছে, তা হলে দেরি না করে মনোবিদের পরামর্শ নিন। অনেক সময়ে কোনও রকম আতঙ্ক, ভয় বা উদ্বেগের কারণেও এমন অভ্যাস তৈরি হতে পারে। তাই সতর্ক থাকুন।

নখ সবসময়ে ছোট করে কেটে দিন। নখের ভেতরে যেন ময়লা জমে না থাকে, তা দেখতে হবে। স্নানের সময়ে ভালো করে নখ পরিষ্কার করে দিতে হবে।

১০০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।