
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নারায়ণগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী ও শুটার রিয়াজ সাধারণ জনগণের হাতে ধরা পড়েছেন।
বুধবার (দুপুর আড়াইটার দিকে) উপজেলার আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁও গ্রামের শ্রীবাস চন্দ্র দাসের বাড়ির সামনে থেকে স্থানীয়রা তাকে আটক করে। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আলীরগাঁও পুলিশ চেকপোস্টে একটি গাড়িকে থামার সংকেত দেওয়া হলে সেটি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এতে সন্দেহ হলে স্থানীয়রা ধাওয়া দিয়ে গাড়িসহ রিয়াজকে ধরে ফেলে এবং পরে পুলিশকে খবর দেয়।
পুলিশের তথ্য অনুযায়ী, রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান। হত্যা ও অস্ত্র আইনের মতো গুরুতর অভিযোগসহ তার বিরুদ্ধে প্রায় ২২টি মামলা রয়েছে। ২০২২ সালে র্যাবের হাতে একবার গ্রেফতার হয়েছিলেন তিনি। তখন তার কাছ থেকে বিদেশি অস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, মোটরসাইকেল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছিল।
ওসি তরিকুল ইসলাম আরও জানান, বিষয়টি নারায়ণগঞ্জ জেলা পুলিশকে জানানো হয়েছে। সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী সিলেটে এসে তাকে নিজেদের হেফাজতে নেবে।