নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ এবং সাম্প্রদায়িক উস্কানি তথ্য ও ইতিহাস বিকৃতি ধর্ম বিরোধী মতবাদের অনুপ্রবেশ বিজাতীয় সংস্কৃতির আধিপত্য ইসলামকে হেয় করার প্রতিবাদে এবং বিতর্কিত পাঠ্যপুস্তক সংশোধন করার দাবিতে শুক্রবার ৩ ফেব্রæয়ারি বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে নেতৃবৃন্দ বলেন সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ মিছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিলেটের সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মিডিয়া উপ-কমিটির আহবায়ক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।