ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শুরু থেকেই চাপে পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৩, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

ads

স্পিন স্বর্গে’ শুরু থেকেই চাপে পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৯৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার স্পিনারদের ঘূর্ণিতে ধস নামে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে। ১৮.১ ওভার শেষে অতিথিদের সংগ্রহ ৫ উইকেটে ৬৩ রান। জয়ের জন্য এখনও প্রয়োজন ২৩৪ রান, হাতে আছে মাত্র ৫ উইকেট।

বাংলাদেশের স্পিন ত্রয়ী নাসুম, তানভীর ও রিশাদ একসঙ্গে বল হাতে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং বিপর্যয়ে ফেলেছেন। টাইগারদের জয়ের জন্য এখন কেবল এই ধারা অব্যাহত রাখাই যথেষ্ট, আর ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রয়োজন এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন।

নিজের পরের ওভারেই ফের আঘাত হানেন নাসুম। এবার তার শিকার আকিম অগাস্টে, যিনি তিন বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন।

বাংলাদেশের হয়ে ইনিংসের শুরু থেকেই স্পিন আক্রমণে যান নাসুম আহমেদ ও তানভীর ইসলাম। প্রথম সাফল্য আসে নাসুমের হাতেইপঞ্চম ওভারে আলিক আথানজেকে লেগ বিফোরের ফাঁদে ফেলে দলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন এই বাঁহাতি স্পিনার।

স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংয়ে ফেরার চেষ্টা করেছিলেন ওপেনার ব্রেন্ডন কিং। কিন্তু থিতু হওয়ার আগেই তিনিও নাসুমের শিকার হন ১৭ বলে ১৮ রান করে বোল্ড হন এই ডানহাতি ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডারের ভরসা শাই হোপ, যিনি আগের ম্যাচে একাই দলকে জেতান, আজ পারেননি সেই কৃতিত্ব পুনরাবৃত্তি করতে। মাত্র ১৬ বলে ৪ রান করে তানভীর ইসলামের বলে ফেরেন তিনি।

শারেফানে রাদারফোর্ডও যোগ দেন ব্যর্থতার সারিতে। রিশাদ হোসেনের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে ১২ রানে বিদায় নেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।