রাইজিংসিলেট- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের নিমতলা কালেক্টরেক্ট প্রাঙ্গণে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা স্কুলের শিক্ষার্থী ছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারিও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জাতির পিতা ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ।
শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। পরে সেখানে শিশু কিশোরদের হাতে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার তুলে দেয়া হয়।
জেলা প্রশাসক দেবী চন্দের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান প্রমুখ।