
রাইজিংসিলেট- শেখ হাসিনা চরিত্রে সীমা বিশ্বাস, ভারতীয় সিনেমায় উঠে এল ভারত-বাংলাদেশ সম্পর্ক। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘রক্তবীজ ২’, যার টিজার সম্প্রতি প্রকাশ পেয়েছে। ১ মিনিট ৪৮ সেকেন্ডের এই টিজার দর্শকদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে।
টিজারে শুরুতেই উঠে আসে একটি তাৎপর্যপূর্ণ বার্তা:
“যতবার ভারত-বাংলাদেশ একসাথে এসেছে, ততবার উগ্র সন্ত্রাস মাথাচাড়া দিয়েছে।”
এই বক্তব্য থেকেই স্পষ্ট, সিনেমাটি দুই দেশের ইতিহাস ও রাজনৈতিক টানাপোড়েন ঘিরেই তৈরি হয়েছে।
চলচ্চিত্রে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরিত্রকে তুলে ধরা হয়েছে। শেখ হাসিনার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সীমা বিশ্বাস-কে, যিনি ‘ব্যান্ডিট কুইন’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন।
প্রণব মুখার্জির চরিত্রে অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জি।
টিজারে প্রণব মুখার্জির শ্বশুরবাড়ি নড়াইলের ভদ্রবিলা সফরের কিছু অংশ দেখানো হয়েছে—প্যান্ডেল, পিঠা, ইলিশসহ ঐতিহ্যবাহী আপ্যায়নের ঝলক মিলেছে পর্দায়।
অনেকে মনে করছেন, চলচ্চিত্রে শেখ হাসিনার ২০০৭ সালের জুলাই মাসে সেনা-সমর্থিত সরকারের সময় বিদেশে চলে যাওয়া-র প্রেক্ষাপটও তুলে ধরা হতে পারে, যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
‘রক্তবীজ ২’ আসলে ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘রক্তবীজ’ সিনেমার সিক্যুয়েল। আগের কিস্তির মতো এবারের ছবিতেও রয়েছেন আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। নতুন সংযোজন হিসেবে দেখা যাবে অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়-কে।
টিজারে অঙ্কুশকে একটি খল চরিত্রে দেখা গিয়েছে, যা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। একটি গানে অতিথি চরিত্রে হাজির হয়েছেন নুসরাত জাহান।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
সিনেমাটি ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর, দুর্গাপূজার সময়ে মুক্তি পাবে।