ঢাকাসোমবার , ১৬ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে উদ্বোধন হলো মডেল মসজিদ, উচ্ছ্বসিত স্থানীয়রা মানুষেরা

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১৬, ২০২৩ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- শেরপুরে উদ্বোধন হলো মডেল মসজিদ, উচ্ছ্বসিত স্থানীয়রা মানুষেরা,আজ সোমবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদটি উদ্বোধন করেন।শেরপুর সদরে উদ্বোধন করা হলো মডেল মসজিদের।

এর আগে, উদ্বোধনকে ঘিরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজীনগন্ধায় জড়ো হোন জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা। উদ্বোধনের পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক, গণপূর্ত বিভাগের প্রকৌশলী জিল্লুর রহমানসহ অনেকেই। মসজিদটি দেখতে ভিড় করছেন স্থানীয় ও দূরদূরান্ত হতে মুসল্লীরা। মসজিদের সুযোগ সুবিধা রয়েছে দেখে উচ্ছ্বসিত তারা। কেউ তুলছেন ছবি, কেউবা ঘুরে ঘুরে দেখছেন

গণপূর্ত বিভাগের তথ্যমতে, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে মসজিদটির নির্মাণ শুরু হলে শেষ হয় প্রায় তিন বছরে।

ইসলামি ফাউন্ডেশন শেরপুরের উপ পরিচালক মোহাইমিনুল ইসলাম বলেন, আধুনিক সব ধরণের সুযোগ-সুবিধা রয়েছে এই মসজিদে। এর মধ্যে মডেল মসজিদগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এছাড়াও রয়েছে হজ গমনে ইচ্ছুকদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামি সাংস্কৃতিক সম্মেলন কক্ষ, কার্যক্রম এবং ইসলামি দাওয়াত, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র। আরও রয়েছে মসজিদের সঙ্গে দেশি ও বিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধা। মোট ১৪ ধরণের সুবিধা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।