ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শেষ হলো নওগাঁয় দুই দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল

rising sylhet
rising sylhet
জুলাই ২০, ২০২৫ ৯:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ads

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ‘আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার’ স্লোগানে আম চাষে প্রসিদ্ধ নওগাঁর সাপাহারে শেষ হলো দুই দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল।

১৮ জুলাই দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলমসহ অন্যান্যরা।

ম্যাংগো ফেস্টিভ্যালে দেশি-বিদেশি বাজারে আম সরবরাহকারী প্রতিষ্ঠানের স্টল, আমজাত খাদ্যদ্রব্য, প্রক্রিয়াজাত পণ্য, চাষিদের প্রোফাইল এবং আমের নানা জাতের প্রদর্শনী ছিল।

মেলায় মোট ৪০টি স্টলের মধ্যে দর্শকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার স্টলটি। এখানে বিশেষ করে আম দিয়ে বানানো সাবান সবার নজর কাড়ে। এছাড়াও আমের বিভিন্ন প্রকার আচার, আম দিয়ে বানানো সুস্বাদু খাবার প্রদর্শন করা হয়।

এ উৎসবকে কেন্দ্র করে আম বাণিজ্যে নতুন দিগন্তের সম্ভাবনা দেখছেন স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীরা।
উৎসবের মাধ্যমে নওগাঁর আমকে আরও সুপরিচিত করে তোলা যাবে এবং সাপাহারকে আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।