ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রেণিকক্ষে ভিডিও ধারণ টিকটকে ছড়িয়ে দেওয়ায় সাময়িকভাবে বহিষ্কার ৩ শিক্ষার্থী

rising sylhet
rising sylhet
অক্টোবর ৬, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

ads

হবিগঞ্জের নবীগঞ্জে হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ৩ শিক্ষার্থী শ্রেণিকক্ষে ভিডিও ধারণ করার পর তা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়ায় সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো আব্দুল রকিব, নাঈম খান ও ইমানী মিয়া।

প্রধান শিক্ষক বলেন, ঘটনার পর বিদ্যালয়ে এক বৈঠকে শ্রেণিকক্ষে মোবাইল ফোন আনা নিষিদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে কারও হাতে মোবাইল ধরা পড়লে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সম্প্রতি টিফিন পিরিয়ডে শ্রেণিকক্ষে নেচেগেয়ে টিকটক ভিডিও বানিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় কয়েকজন শিক্ষার্থী। মেয়ে শিক্ষার্থীদের অজান্তেই তাদের ভিডিওতে যুক্ত করা হয়।

আরও বলেন, ৪ অক্টোবর ভিডিওটি নজরে এলে তিন জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। অভিযুক্ত শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে এসে উপযুক্ত ব্যাখ্যা দিতে পারলে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হতে পারে। ব্যর্থ হলে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।