
রাইজিংসিলেট- সাংবাদিক তুরাবের ভাই আবুল আহসান জাবুরের এনসিপি থেকে পদত্যাগ। সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে থাকা আবুল আহসান জাবুর দল থেকে পদত্যাগ করেছেন। তিনি সদ্য নিহত সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই।
গত বৃহস্পতিবার তিনি দলের প্রধান সমন্বয়কারীর কাছে পদত্যাগপত্র জমা দেন। এ নিয়ে সিলেট জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায় থেকে মোট নয়জন নেতা এনসিপি ছেড়েছেন।
জাবুর তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কারণে তিনি দলের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারছেন না। সে কারণে তিনি নিজ উদ্যোগে ও সম্পূর্ণ সচেতনভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
এনসিপির সিলেট জেলা কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা যায়। জানা গেছে, কাঙ্ক্ষিত পদ না পাওয়া কিংবা পূর্বানুমতি ছাড়া নাম অন্তর্ভুক্ত করার মতো নানা কারণে পদত্যাগের ঘটনা ঘটছে।
কমিটি ঘোষণার পরদিনই বিশ্বনাথ ও গোয়াইনঘাট উপজেলা কমিটি থেকে চারজন করে মোট আটজন পদত্যাগ করেন। বিশ্বনাথ থেকে যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন ও সদস্য শাহেদ আহম্মেদ এবং গোয়াইনঘাট থেকে যুগ্ম সমন্বয়কারী নাদিম মাহমুদ ও সদস্য ফাহিম আহমদ পদত্যাগ করেন।
এরপর ২১ জুলাই গোয়াইনঘাট উপজেলা কমিটি থেকে আরও চারজন নেতা— যুগ্ম সমন্বয়কারী এনামুল হক মারুফ এবং সদস্য তরিকুল ইসলাম, কিবরিয়া আহমদ ও কামরুল হাসান পদত্যাগ করেন।