
বৈরাগী মাইকের স্বত্বাধিকারী ও প্রবীন সংবাদপত্রের কর্মী সৈয়দ দ্বারা মিয়া আমাদের মাঝে আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। সোমবার সকাল ৭.২৩ মিনিটে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে মারা যান।
প্রবীন সংবাদপত্রের কর্মী সৈয়দ দ্বারা মিয়া গত তিন দিন আগে হার্ট ও শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। তিনি স্ত্রী,পুত্র ,কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ আজ সোমবার (১২ জুন) বাদ আসর নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে হযরত মানিক পীর (র:) গোরস্তানে দাফন সম্পন্ন করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।