ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সংযুক্ত আরব আমিরাতে সম্ভাব্য রমজান ও ঈদের সময়সূচি প্রকাশ

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৭, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- নতুন বছরের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা সরকারি ছুটি ও ভ্রমণ পরিকল্পনা নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন। দেশটিতে বছরে মোট ১২ দিনের সরকারি ছুটি রয়েছে, যার বড় একটি অংশ জুড়ে থাকে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা।

ইউএইয়ের আইন অনুযায়ী ইসলামি উৎসবের তারিখ আগেভাগে নির্দিষ্ট করা যায় না। হিজরি বর্ষপঞ্জি ও চাঁদ দেখার ওপর নির্ভর করেই রমজান ও ঈদের দিন নির্ধারিত হয়। তবে জ্যোতির্বিজ্ঞানের হিসাবের মাধ্যমে সম্ভাব্য সময় সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব।

ঈদুল ফিতর: সম্ভাব্য চার দিনের ছুটি

জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালে ঈদুল ফিতর শুক্রবার, ২০ মার্চ অনুষ্ঠিত হতে পারে।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রধান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি থেকে এবং মাসটি ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হতে পারে।

ইউএইয়ের সরকারি নীতিমালা অনুযায়ী, রমজান ২৯ দিন হলেও শেষ দিনটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত করা হয়। ফলে সম্ভাব্যভাবে ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত টানা চার দিনের ছুটি পাওয়া যেতে পারে।

ঈদুল আযহা: দীর্ঘতম ছুটি হতে পারে

২০২৬ সালে ঈদুল আযহা হতে পারে বছরের সবচেয়ে বড় সরকারি ছুটি। এই ছুটি শুরু হবে আরাফাত দিবস থেকে এবং চলবে জিলহজের ১২ তারিখ পর্যন্ত।

ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, আরাফাত দিবস পড়তে পারে ২৬ মে এবং ঈদুল আযহা শুরু হতে পারে ২৭ মে।

সরকারি ছুটি সম্ভাব্যভাবে ২৯ মে পর্যন্ত চলবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হলে, বাসিন্দারা সর্বোচ্চ ছয় দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।

চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপর নির্ভরশীল

অন্যান্য ইসলামি উৎসবের মতোই, রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ভিত্তিতে। নির্ধারিত সময়ের কাছাকাছি এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ছুটির দিন ঘোষণা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।