ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সংলাপ শুরু হতে যাচ্ছে

rising sylhet
rising sylhet
নভেম্বর ১১, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

ads

ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানিয়েছেন,রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হতে যাচ্ছে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, এই সংলাপের মূল উদ্দেশ্য হলো গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে আনা পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করা। পাশাপাশি একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়াও এই আলোচনার অংশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত রাতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার গেজেট প্রকাশিত হওয়ার পরপরই সংলাপের প্রস্তুতি নেওয়া হয়েছে। আচরণবিধি প্রকাশিত হওয়ার কারণে ১৩ নভেম্বর থেকেই সংলাপ শুরু করা অর্থবহ হবে, কারণ এর আগে সংলাপ অর্থবহ হতো না।

নিবন্ধিত দলগুলোর সঙ্গেই এই মতবিনিময় করা হবে জানিয়ে ইসি সচিব আশাবাদ ব্যক্ত করেন যে, রাজনৈতিক দলগুলো ইসির আমন্ত্রণে সাড়া দিয়ে সংলাপে অংশ নেবে। পর্যায়ক্রমে কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হবে, সে বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হবে বলেও জানান তিনি।

কমিশন মনে করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন্ন এই সংলাপ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করে তুলতে সহায়ক হবে।

এর আগে নির্বাচন কমিশন গণমাধ্যম ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ, নারী নেত্রী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছে। কমিশন সূত্রে জানা গেছে, এসব আলোচনা থেকে প্রাপ্ত পরামর্শ ও প্রস্তাব আচরণবিধি চূড়ান্ত করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।