ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সঠিক নিয়ম না মেনে চিয়া সিড খাওয়া শরীরের জন্য ক্ষতির

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ads

কেউ কেউ কঠোর ডায়েটে যান, আবার অনেকে ভরসা করছেন চিয়া সিডসের ওপর। তবে চিকিৎসকদের মতে, সঠিক নিয়ম না মেনে চিয়া সিড খাওয়া শরীরের জন্য ক্ষতির কারণও হতে পারে।

গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্টরা জানান, শুকনো চিয়া সিডস পাকস্থলীতে গিয়ে ফুলে ওঠে। এতে হজমের সমস্যা, ক্ষুধামন্দা এমনকি দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে। এছাড়া রক্তচাপের রোগীদের ক্ষেত্রেও এটি ভয়ংকর প্রভাব ফেলতে পারে।

কালো দানার মতো চিয়া সিডস ক্যালরি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন বি–১ ও ভিটামিন বি–৩ সমৃদ্ধ। তাই একে সম্পূর্ণ ক্ষতিকর বলা যায় না। কিন্তু বিশেষজ্ঞদের মতে, চিয়া সিডস সঠিকভাবে ভিজিয়ে না খেলে এর পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক হতে পারে।

চিয়া সিডস খাওয়ার সঠিক নিয়ম

দুই চামচ চিয়া সিডস একটি গ্লাস অর্ধেক পানিতে ভিজিয়ে রাখতে হবে।অন্তত ৩০ মিনিট ভিজিয়ে রাখুন, কিন্তু সারা রাত নয়।খাওয়ার পর কোনো অস্বস্তি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।জেলির মতো হয়ে গেলে তবেই খেতে হবে। ফল বা টকদইয়ের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

ওজন কমানোর আশায় চিয়া সিড খাওয়ার আগে অবশ্যই সচেতন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।