ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সতর্ক করেছে গুগল

rising sylhet
rising sylhet
অক্টোবর ২, ২০২৫ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ads

সম্প্রতি একদল হ্যাকার আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের লক্ষ্য করে চাঁদাবাজি ইমেইল পাঠাচ্ছে সতর্ক করেছে গুগল । এসব ইমেইলে দাবি করা হচ্ছে যে, হ্যাকাররা ওরাকলের ই-বিজনেস সুইট থেকে সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে এবং তা ফেরত পেতে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অর্থ আদায় করতে চাইছে।

গুগলের থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, এই ইমেইল অভিযানটি শুরু হয়েছিল গত জুন মাসে এবং বর্তমানে “হাই-ভলিউম” বা ব্যাপক পরিসরে বিস্তৃত হয়েছে। হ্যাকাররা চুরি বা হারানো তৃতীয় পক্ষের ইমেইল ব্যবহার করে বার্তা পাঠাচ্ছে। বার্তাগুলোতে সরাসরি যোগাযোগ করতে বলা হলেও নির্দিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি।

গুগল জানায়, এই আক্রমণের পেছনে র‍্যানসমওয়্যার গোষ্ঠী ক্লপ থাকতে পারে। তবে পর্যাপ্ত প্রমাণ না থাকায় এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ক্লপ বিশ্বব্যাপী পরিচিত তারা আগে বহু প্রতিষ্ঠানের সার্ভার হ্যাক করে তথ্য চুরি ও মুক্তিপণ দাবি করেছে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি প্রতিষ্ঠানের ওপর আক্রমণের জন্যও এই গোষ্ঠীকে দায়ী করা হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, এসব ইমেইলে ব্যাকরণগত ভুল ও দুর্বল ভাষার কারণে আসল করপোরেট ইমেইল থেকে আলাদা করা সহজ।

ওরাকলও সম্প্রতি একাধিকবার সাইবার আক্রমণের শিকার হয়েছে। ২০২৫ সালের মার্চে একটি বড় ধরনের হ্যাকিংয়ে গ্রাহক লগইন তথ্য চুরি হয়েছিল। এর আগে এফবিআই ও সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইকও তদন্তে যুক্ত হয়েছিল।

বিশেষজ্ঞরা মনে করছেন, প্রযুক্তি ও আর্থিক খাতের শীর্ষ নির্বাহীদের লক্ষ্য করে এই ধরনের চাঁদাবাজি অভিযান শুধু প্রতিষ্ঠানগুলোকেই নয়, বৈশ্বিক অর্থনীতি ও তথ্য-নিরাপত্তাকেও মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে। বহুজাতিক কোম্পানি ও ব্যাংকে এ ধরনের আক্রমণ কার্যকর হলে কোটি কোটি গ্রাহকের ব্যক্তিগত ও আর্থিক তথ্য বিপদে পড়তে পারে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ:অচেনা প্রেরকের ইমেইলে ক্লিক না করা।সন্দেহজনক ইমেইল আইটি বিভাগে জানানো।কর্মীদের সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি।মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।