
রিপোর্ট: রাইজিংসিলেট ডেস্ক। রায়হান। সিলেটের এয়ারপোর্ট সড়কের পাশ্ববর্তী চায়ের দোকানগুলো যেন এখন আর শুধুই চা বিক্রির জায়গা নয়, বরং হয়ে উঠেছে নতুন প্রজন্মের আড্ডা আর মিলনমেলার আধুনিক পর্যটন কেন্দ্র। বিশেষ করে সন্ধ্যা নামলেই, শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাইকে করে তরুণদের দলে দলে ছুটে আসা যেন এক নৈমিত্তিক চিত্র হয়ে উঠেছে।
গতকাল সন্ধ্যায় এয়ারপোর্ট সড়কের একটি জনপ্রিয় চায়ের দোকানে দেখা গেলো দক্ষিণ সুরমার মুছারগাঁও গ্রামের একদল তরুণ—সুফি, সোহেল, অপু, মিলন ও ইমরান—বাইক চালিয়ে এসে জমিয়ে আড্ডা দিচ্ছেন। তাদের সাথে কথা বলে জানা যায়, দৈনন্দিন ব্যস্ততা থেকে একটু স্বস্তি পেতেই তারা প্রায় প্রতিদিন সন্ধ্যায় এই আড্ডায় অংশ নেন।
তরুণরা জানান, শহরের কোলাহল থেকে একটু দূরে এই খোলা পরিবেশে বসে চা খাওয়ার মজাই আলাদা। বাইকের প্রতি তাদের ভালোবাসার সাথে এই চা আড্ডা যেন এক নতুন সংস্কৃতির জন্ম দিয়েছে।
স্থানীয় দোকানিরাও জানান, গত এক-দেড় বছরে তরুণদের এই সন্ধ্যাকালীন আড্ডার কারণে তাদের ব্যবসাও বেশ চাঙ্গা হয়েছে। শুধু চা-ই নয়, বিভিন্ন হালকা খাবারও এখন তরুণদের পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে।
সিলেটের তরুণ সমাজের এই চা-ভিত্তিক আড্ডা কেবল বিনোদনের স্থানই নয়, বরং এটি নতুন করে সামাজিক বন্ধনের এক মঞ্চ হয়ে উঠছে।