সব দায়িত্বই এখানে আমার না সাকিব ।
এশিয়া কাপের কিছুদিন আগে তামিম ইকবাল অধিনায়কত্ব ছাড়লে নেতৃত্ব নেন সাকিব আল হাসান। তার অধীনে এ দফায় শুধু আফগানিস্তানের বিপক্ষেই জিতেছে বাংলাদেশ। এ নিয়ে আলোচনা-সমালোচনাও হচ্ছে বেশ।
বৃহস্পতিবার শ্রীলঙ্কায় সাকিব বলেন, ‘একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার না। সবার সব দায়িত্ব আছে। আমি নিশ্চিত সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদা আলাদাভাবে যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ’
‘আলাদা কাজগুলো একসঙ্গে যোগ করলে, তখন হয়তো আমরা ভালো করব। সবাই চেষ্টা করবে আমি জানি, তার জায়গা থেকে একটুও কম কাজ করবে না, যাতে যে বিশ্বকাপ ভালো করতে পারে। আমি আশাবাদী আমাদের দল ভালো করবে। ’
সুপার ফোরের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামা এখন হয়ে গেছে অনেকটাই নিয়মরক্ষার। এ ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাকিব বারবারই করলেন পাল্টা প্রশ্ন। এশিয়া কাপ ব্যর্থতার পর এখন বিশ্বকাপের আগে দলের প্রতি কোনো বার্তা থাকবে কি না এমন প্রশ্নের উত্তরে সাকিব বলছেন, সব দায়িত্ব তার না।